চট্টগ্রাম : কাপ্তাই উপজেলার চিতমরম ইউনিয়নের ব্যাঙছড়ি বাজার ঘাট এলাকায় মো. মোবারক নামের আড়াই বছরের এক শিশু কর্ণফুলী নদীতে ডুবে গিয়ে নিখোঁজ রয়েছে।
শুক্রবার দুপুরের দিকে এই শিশু পানিতে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌবাহিনীর ডুবুরিদল নদীতে শিশুটি সন্ধান চালাচ্ছে। তবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানান, দুপুরে খেলতে গিয়ে স্থানীয় আবু ফরহাদের আড়াই বছরের শিশু মোবারক কর্ণফুলী নদীর পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে কাপ্তাই নৌবাহিনীর শহীদ মোয়াজ্জাম ঘাঁটির ডুবুরিদল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। কিন্তু এখনো শিশুটি সন্ধান পাওয়া যায়নি। ডুবুরিদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।