
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রবল বর্ষণে পাহাড় ধসে আজ সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রমজান আলী (৪) কাপ্তাই নতুন বাজার কার্গো এলাকার মো. সেলিমের ছেলে।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, বেলা সাড়ে ১১টার দিকে কাপ্তাই নতুন বাজার কার্গো এলাকায় পাহাড় ধসে অনুদাশ এবং মো. জসিমের দুটি বসতবাড়ি নদীতে পড়ে যায়। শিশু রমজান আলী সেই সময় জসিমের ঘরে বসে টিভি দেখছিল। শিশুটিসহ বসতবাড়ি নদীতে পড়ে গেলে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রবল বর্ষণে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা, ব্যংছড়ি, শৈলজা, ঢাকাইয়া কলোনি, নারাণগিরি, মিশন চন্দ্রঘোনা এলাকায় কমপক্ষে ১৫টি স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, অতিরিক্ত বৃষ্টির ফলে কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়েছে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকা হতে জনগণকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেন।