
নিজস্ব প্রতিবেদক : ঢাকার কাফরুল থানা এলাকার ইব্রাহিমপুর থেকে সাথী আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে কাফরুলের উত্তর ইব্রাহিমপুরের আহম্মদ রোডের একটি টিনশেড বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সাথীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কারণ তার মুখে তুলা দেখা গেছে। অন্যদিকে ঘটনার পর থেকে তার স্বামী হেলাল মিয়া পলাতক রয়েছেন।
কাফরুল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শিকদার শামীম হোসেন জানিয়েছেন, আজ বিকেলে সাথীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহালের সময় তার মুখে তুলা দেখা গেছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে সাথীর স্বামী পলাতক রয়েছেন।