
‘কাবিননামা’ নিয়ে এবার আসন্ন ঈদুল আজহায় একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি।
নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। তাঁদের নবদম্পতিরূপে দেখা যাবে ‘কাবিননামা’ শিরোনামের এই নাটকে।
নির্মাতা মাহমুদুর রহমান হিমির রচনায় নাটকটির চিত্রনাট্য করেছেন গোলাম সরোয়ার অনিক। গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘আমাদের সমাজ দুজন মানুষের সম্পর্কের চেয়ে একটি কাগজের মূল্য বেশি দিয়ে থাকে। তেমনই একটি গল্প নিয়ে নাটক এগিয়ে যাবে।’
নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদের পঞ্চম দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি, পরে তাদের ইউটিউবে প্রচার হবে।