কাবুলের সড়কে মানুষের চলাচল নিয়ন্ত্রণে তালেবানরা

আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রতিটি সড়কে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে তালেবানরা।

কাবুলে নিযুক্ত আল-জাজিরার প্রতিনিধি শার্লট বেলিস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কাবুলের রাস্তায় এখন সুনশান নীরবতা, এটি আসলেই বিস্ময়কর। তালেবানরা রাতারাতি এক হাজার বিশেষ বাহিনীর ইউনিট মোতায়েন করেছে। তারা এখন প্রতিটি চেকপয়েন্টের নিয়ন্ত্রণে নিয়েছে এবং অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করেছে। রাস্তায় লোক নেই এবং মনে হচ্ছে না যে জীবন স্বাভাবিকভাবে চলতে পারে। আমি কয়েক ডজন তালেবান যোদ্ধাকে দেখেছি, যারা পুলিশের গাড়িতে, আফগান সরকারের গাড়িতে কাঁধে বন্দুক নিয়ে রাস্তায় টহল দিচ্ছে।

এদিকে কাবুল বিমানবন্দরে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির ফলে বাস টার্মিনালের মতো দৃশ্য দেখা যাচ্ছে।

বিবিসির একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানরা কাবুলে প্রবেশের পরেই আফগানিস্তানের জনগণ তালেবানের শাসনের ভয়ে পালিয়ে যাচ্ছে। বিপুল সংখ্যায় মানুষ বিমানবন্দরে পৌঁছে গেছে। আর বিমানবন্দরে নিরাপত্তা না থাকায় বিনা বাধায় সবাই সেখানে প্রবেশ করছে মানুষ।