
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো সামরিক জোটের নেতৃত্বাধীন বাহিনীর একটি বহরের ওপর চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। হামলায় আরো ২৫ জন আহত হয়েছে। বুধবার সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার সকালে ব্যস্ততম সময়ে মার্কিন দূতাবাসের কাছে এ হামলা চালানো হয়। নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে আফগান সরকারের এক মুখপাত্র জানিয়েছে। কোনো গোষ্ঠী এ হামলার দায় তাৎক্ষনিকভাবে স্বীকার করেনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বড় ধরনের বিস্ফোরণেও অক্ষত থাকতে সক্ষম এমন সাঁজোয়া যানের বহরে এ হামলা চালানো হয়।