কাবুলে মরদেহ দাফনের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবারের বিক্ষোভে নিহত এক বিক্ষোভকারীর মরদেহ দাফনের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

আলজাজিরা অনলাইনের ব্রেকিং নিউজে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

বুধবার কাবুলে বিশাল বিস্ফোরণে ৯০ জন নিহত হওয়া এবং ওই হামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার কাবুলে হাজারো মানুষের বিক্ষোভের পর শনিবার এ হামলা হলো। বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে বলা হয়েছে, এ দিন কমপক্ষে তিনটি বিস্ফোরণ হয়েছে।

শুক্রবারের বিক্ষোভের সময় কমপক্ষে চারজন নিহত হন।

আফগানিস্তানের টোলোনিউজ নামের একটি নিউজ পোর্টাল তাদের টুইটার অ্যাকাউন্টে শনিবারের হামলায় নিহত ব্যক্তিদের ছিন্নভিন্ন মরদেহের ছবি পোস্ট করেছে।