আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। সেখানে গোলাগুলিও হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
পেন্টাগত থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, সংখ্যায় নারী ও শিশু রয়েছে এবং বেশ কয়েকজন তালেবান রক্ষীও আহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে,আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে যে, কাবুল বিমানবন্দরের একটি গেটে।বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…
সূত্র : বিবিসি


