কাবুল বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন-ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গি হামলার ঝুঁকি থাকায় তাদের সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

একই সঙ্গে অন্যান্য স্থানে থাকা নাগরিকদের বিমানবন্দরের উদ্দেশে না আসতেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৫ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিরাপত্তা কাবুলে সতর্কতা জারি করার পর অস্ট্রেলিয়াও তাদের সঙ্গে সতর্কতা জারি করে।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী কাবুলে প্রত্যাহার প্রক্রিয়ার কাজ জোরেশোরে করছিল। কিন্তু এখন পরিস্থিতির বেশি অবনতি হয়েছে। বুধবার (২৫ আগস্ট) রাতেও ছয়টি অস্ট্রেলিয়ান ও একটি নিউজিল্যান্ড ফ্লাইটে এক হাজার ২০০ জন কাবুল ছেড়েছে।

বিবিসি জানিয়েছে, তালেবান কাবুল দখলের পর গত ১০ দিনে ৮২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।