কামনা জেঠমালানি

বিনোদন ডেস্ক : কামনা অভিনীত তৃতীয় সিনেমা রনাম। এটি তার অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র। যা ব্যাবসায়িকভাবে সফল হয়।

এরপর কন্নর ও মালায়ালাম ভাষার সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি। এসব সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী। তবে গত দুই বছর ধরে চলচ্চিত্রে অনিয়মিত তিনি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

২০০৪ সালে মিস মুম্বাই প্রতিযোগিতায় রানার আপ নির্বাচিত হন কামনা জেঠমালানি
 

তেলেগু ভাষার প্রেমিকুলু সিনেমার মাধ্যমে ২০০৫ সালে চলচ্চিত্রে পা রাখেন তিনি
 

২০০৫ সালে ধায়া থিরুদান সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পা রাখেন কামনা
 

২০০৭ সালে উগাদি সিনেমার মাধ্যমে কন্নর ভাষার সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর
 

২০১১ সালে মেকআপ ম্যান সিনেমার মাধ্যমে মালায়ালাম সিনেমায় পা রাখেন কামনা