কামরাঙ্গীরচরে মাদকবিরোধী অভিযানে আটক-১৮

এস. এম. মনির হোসেন জীবন: রাজধানীর কামরাঙ্গিরচর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় আটকদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা, ১০১ লিটার বাংলা মদ, ২১২ পিস ইয়াবা ও ১ হাজার ৫৫ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডিএমপির বিভিন্ন ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাস কুমার পাল আজ মাদকবিরোধী অভিযানের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান সাংবাদিকদেরকে জানান, সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডগ স্কোয়াডের সম্মিলিত অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
কামরাঙ্গিরচরের বড়গ্রাম, ইসলামনগর, খলিশাঘাট ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৮ জনকে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা, ১০১ লিটার বাংলা মদ, ২১২ পিস ইয়াবা ও ১ হাজার ৫৫ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়েছে।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাস কুমার পাল জানান, লালবাগে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে যারা জড়িত কাউকে এব্যাপারে ছাড় দেওয়া হবেনা। যে কোন মূল্যে মাদককে বন্ধ করতে হবে। সে লক্ষে লালবাগ থানা পুলিশ নিষ্ঠার সাথে কাজ করে যাচেছ। গ্রেফতারকৃতদের বিরুদ্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। লালবাগে মাদকবিরোধী অভিযানে ডিএমপি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।
অপর দিকে, আজ হাজারীবাগের শীর্ষ মাদক ব্যবসায়ী কালা মানিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তার কাছ থেকে ১০৭ পিস ইয়াবা ও ৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকার ফার্মগেট থেকে কালা মানিককে আটক করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব-২ এর এক কর্মকর্তা জানান, কালা মানিক র‌্যাবের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। গোপন তথ্যের ভিত্তিতে মাদক ও মাদক বেচাকেনার জাল টাকাসহ তাকে আটক করা হয়েছে।