কামলাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর কামলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ৫ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
স্টেশনের পথশিশু হৃদয় জানায়, দুপুরে একটি ট্রেনের ৫ নম্বর প্লাটফর্মে ইঞ্জিন ঘুরাচ্ছিল। এসময় ইঞ্জিনের উপর বসাছিল ওই কিশোর। তড়িঘড়ি ইঞ্জিন থেকে নামার সময় সে চাকার নিচে পড়ে যায় । এতে কাটা পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত কিশোরের বিস্তারিত জানার চেষ্টা চলছে।