নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজন মারা গেছেন। তার নাম সখিনা (১৯)।
বুধবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সখিনার খাদ্যনালী গুরুত্বর দগ্ধ হয়েছিল।
প্রসঙ্গত, ২২ নভেম্বর বিকেলে সাভার শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারখানায় কর্মরত অন্তত ২৩ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২১ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতে আঁখি নামের এক শিশুশ্রমিক ঢামেকে মারা যায়। ২৪ নভেম্বর রকি ও ২৮ নভেম্বর মহমুদা নামের আরো দুজন মারা যান।