কারখানা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত

সচিবালয় প্রতিবেদক : দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত আশুলিয়া অঞ্চলের কারখানা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ফলে তারা শনিবার সকাল থেকে আবারো কাজে যোগ দেবে।

বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে আশুলিয়া অঞ্চলের আন্দোলনরত শ্রমিক নেতাদের বৈঠক শেষে যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৈঠকে শ্রমিকদের দাবি-দাওয়া ও নানা সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। চলতি মাসে অথবা আগামী মাসের প্রথম দিকে আশুলিয়া এলাকার কারখানা মালিকদের উপস্থিতিতে শ্রমিক, মালিক ও মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় একটি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে গার্মেন্টসের উৎপাদন স্বাভাবিক রাখার স্বার্থে সরকার আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এ ব্যাপারে বৈঠকে উপস্থিত ঐকমত্য হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগীর রনি, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক চায়না রহমান, বিজিটিএলডব্লিউএফ’র নেতা কুতুব উদ্দিন আহমেদ, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি মো. রাশেদুল আলম রাজু, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা সালাউদ্দিন স্বপন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারাম সুলতান, এসজিএসএফ’র নাজমা আক্তার, বিজিআইডব্লিউএফ’র সভাপতি বাবুল আক্তার, এনজিডব্লিউএফ’র সাফিয়া পারভিন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিমা আক্তার শিরীন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের মরিয়ম আক্তার, রেডিমেন্টস গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাবলী ইয়াসমীন, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা নিজাম, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শামিমা নাসরিন এবং গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌসিসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বেঠকে উপস্থিত ছিলেন।