আন্তর্জাতিক ডেস্ক : হাজারও নজরদারির মধ্যে কারাগার থেকে বন্দী পালানোর ঘটনা বিশ্বের অনেক দেশেই ঘটে থাকে। কোথায সুড়ঙ্গ খুঁড়ে , কোথাও ছদ্মবেশে আবার কোথাওবা কারাগারের ভেতরে সহিংস ঘটনা সৃষ্টির মাধ্যমে পালানো চেষ্টা করেছে বন্দীরা।
এবার যুক্তরাষ্ট্রে টয়লটের কমোড সরিয়ে কয়েকজন বন্দী কারাগার থেকে পালিয়েছে। ক্রিসমাসের দিন সকালে টেনিসি অঙ্গরাজ্যের কোক কাউন্টির একটি কারাগারে এ ঘটনা ঘটেছে।
কারাগারের টয়লেটে কমোডগুলো বল্টু দিয়ে দেয়ালের সঙ্গে আটকানো ছিল। ছয়জন বন্দী কৌশলে বল্টুগুলো খুলে ফেলে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ পাঁচজনকে আটক করতে সমর্থ্য হয়েছে। তবে এখনো অধরা রয়েছে এক বন্দী। তার খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। কারগার ভেঙ্গে পালানোর ঘটনায় আটক বাকী পাঁচজনের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে এ ব্যাপারে কোনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।