নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন আহমেদ কারাগারে প্রবেশ করেছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগারের মূল ফটক দিয়ে কারা কমপ্লেক্সে ঢোকেন।
এর আগে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল সোয়া ৪টায় কারাগারে যান তার পরিবারের সদস্যরা। ৬টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হয়ে আসেন তারা।
এদিকে সকাল থেকে মীর কাসেমের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে কাশিমপুর কারাগার সড়কে কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। বাড়ানো হয়েছে কারারক্ষী ও পুলিশের সংখ্যা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে কাশিমপুর কারাগার সড়কের সংযোগস্থল পর্যন্ত তিনটি স্থানে নতুন করে চেকপোস্ট বসানো হয়েছে।