
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সে ‘৫০তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ’ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব ফরিদ উদ্দিন।
কারাগারে দায়িত্ব পালন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর ও চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কারাগার একটি সংবেদনশীল ও স্পর্শকাতর প্রতিষ্ঠান বিধায় দায়িত্বশীল মনোভাব নিয়ে কর্তব্য পালন করতে হয়। কারাগারে দায়িত্ব পালন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর ও চ্যালেঞ্জিং। কারাগার বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ও অপরাধ দমনে কারাগার অন্যান্য সংস্থার ন্যায় ভূমিকা পালন করে চলেছে। কারা কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক উৎকর্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের আন্তরিকতায় রাজশাহীতে পূর্ণাঙ্গ কারা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে আপনাদের দক্ষতা বহু গুণে বৃদ্ধি পাবে এবং একটি চৌকস বাহিনীর সদস্য হিসেবে আপনাদের ওপর অর্পিত গুরু দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে সদা তৎপর থাকবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও আত্মবিশ্বাস আপনাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাসহ শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরাসরি অবদান রাখতে অনুপ্রাণিত করবে। কারাভ্যন্তর হতে জঙ্গী ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনো রূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবেন। শৃঙ্খলা ও মানবিকতাকে প্রধান্য দিয়ে অনিয়ম ও দুর্নীতিকে প্রতিরোধ করবেন।’
এর আগে সচিব কারারক্ষীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালম গ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইভেন্টে সেরা তিন করারক্ষীকে ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক উপস্থিত ছিলেন।