কারাগারে দুর্নীতি ও বন্দী নির্যাতন তিন কারারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

আল-আমীন, মেহেরপুরঃ
মেহেরপুর কারাগারে দুর্নীতি ও বন্দী নির্যাতন মামলায় জেলার আখতার হোসেন ও তিন কারারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত।
সোমবার দুপুরে মেহেরপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মো: সানাউল্ল্যাহ এ আদেশ দেন। গ্রেফতারী পরোয়ানা ভুক্ত অন্য আসামীরা হলেন মেহেরপুর জেলা কারাগারের প্রধান কারারক্ষী আল আমিন, কারারক্ষী সোলাইমান হোসেন ও মামুন হোসেন। এদের মধ্যে জেলার আখতার হোসেন বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে ওএসডি হিসেবে কর্মরত আছেন। বাকিরা মেহেরপুর জেলা কারাগারে কর্মরত রয়েছেন।
মামলার এজাহারে জানা গেছে, জেলার আখতার হোসেন মামলার অন্য আসামীগণ বেতনভুক্ত সরকারী কর্মচারী হওয়ার পরেও পরস্পর যোগসাজশে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বন্দিদের মাঝে নিম্ম মানের খাবার পরিবেশন, বন্দিরে ফাইল কাটা বাবদ ২৫০- ৫০০ টাকা নেয়া, কয়েদি বন্দিদের পাহারা ও ম্যাট বানানোর জন্য এক থেকে দুই হাজার টাকা নেয়া, বন্দি দেখা সাক্ষাতের জন্য অফিস কল বাবদ বন্দি প্রতি ২৫০ থেকে ৫০০টাকা করে নেয়া, বাহির কারা ক্যান্টিনে বন্দিরে জন্য মালামালের ব্যাগ প্রতি ৫০ থেকে ১০০টাকা নেয়া, বাহির ক্যান্টিনের মালামাল বিক্রি হোক বা না হোক ক্যান্টিন ম্যানেজারের কাছে থেকে মাসিক ২২ হাজার টাকা আদায়, দর্শনার্থীদের কাছে ১০ টাকা করে আদায়, উকালতনামা স্বাক্ষর করতে ৫০ টাকা নেয়া, কারাগারের ভিতরের ক্যান্টিন থেকে বন্দিদের মালামাল কিনতে বাধ্য করা হবে অতিক্তি মূল্যে বিক্রি করাসহ নানা অনিয়মের প্রতিবাদ করলে ২বছরের সাজাপ্রাপ্ত আসামী শেখ শাহী প্রতিবাদ করলে তার উপর শারিরিক নির্যাতন চালায় এবং ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে জেলার আখতার হোসেন।
নির্যাতনে শাহী গুরতর জখম হলেও তাকে কোনো চিকিৎসা না দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করেন জেলা শেখ আখতার হোসেন। বর্তমানে শেখ শাহি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় বন্দি শেখ শাহীর ভাই শেখ মনি গত ১৩ অক্টোবর মেহেরপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে জেলার আখতার হোসেন সহ চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামী হলেন মেহেরপুর জেলা কারাগারের প্রধান কারারক্ষী আল আমিন, কারারক্ষী সোলাইমান হোসেন ও মামুন হোসেন।
মামলায় বাদি পক্ষের আইনজীবী এহান উদ্দিন মনা জানান, বিজ্ঞ বিচারক মামলার নথি পর্যালোচনা, সাক্ষিদের সাক্ষ্যগ্রহন ও আসামীদের জবানবন্দীর ভিত্তিতে সোমবার মামলার চার আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।
মামলার বাদি শেখ মনি জানান, বিজ্ঞ বিচারকের আদেশে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে যে কোনো কারাগারে বন্দীদের তার ভাইয়ের নির্যাতিত হতে না হয় সেকারণে আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
মেহেরপুরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম আদালতে মামলা।
আল-আমীন, মেহেরপুরঃ২৮-১১-১৬ নভেম্বর:
মেহেরপুর জেলার মজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের মৃত রহমান বিশ্বাস এর ছেলে কাওসার বিশ্বাস(৪৭) ও তার স্ত্রী কে কুপিয়ে জখম। আসামী হলেন ১।রফিকুল (৩০) পিতা- রাজু ২। ফারুক (৩০) পিতা-শামসুল ৩।তারেক (৩৫) পিতা-রহিম বকস ৪।হেন্তাল পিতা মিনা সর্ব সাং-বিদ্যাধরপুর এদের বিরুদ্বে মেহেরপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (১) এর আদালতে সি,আর-৪৫৭/১৬ বাংলাদেশ দঃবিঃ ৩২৩/৩৫৪/৩৭৯/৩০৭/৩২৫/৩২৬/৫০৬(॥)ধারা মতে মামলা নিয়ে মুজিবনগর থানা ইনচার্জ কে এফ আই আর গ্রহন করিবার নির্দেশ দেন। এই বিষয়ে এ্যাড আব্দুল্লাহ আল মামুন জানান বিজ্ঞ আদালত মামলাটি কে মুজিবনগর থানা ইনচার্জ কে এফ আই আর গ্রহন করিবার জন্য নির্দেশ প্রদান করেছেন।