গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, কারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা বলা যাবে না। আমরা নির্বাচনের পরিবেশ ও ক্ষেত্র তৈরী করবো।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপি নির্বাচনে আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা জানি না। আমাদের দায়িত্ব হল নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। সেই পরিবেশে সবাই নির্বাচনে অংশ নেবে এটা আমরা আশা করি।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী এবং এনআইডির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সহিদ, জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকার উপস্থিত ছিলেন।