কারিগরি বোর্ডে পাশের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র কারিগরি বোর্ডে পাশের হার ৭৩.৬৩ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।

কারিগরি বোর্ডের ফলাফলে দেখা যায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি বোর্ড থেকে অংশগ্রহণ করেন মোট ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী। এরমধ্যে এক লাখ ৪ হাজার ৮৯২ জন ছাত্র ও এক লাখ ৩৩ হাজার ৩১২ জন ছাত্রী। পরীক্ষায় কারিগরি বোর্ড থেকে মোট ১ লাখ ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পাশ করেন। যার মধ্যে ছাত্র ৭৪ হাজার ৫৬৯ জন ও ছাত্রী ২৭ হাজার ১৮৮ জন।

কারিগরিতে এবার ছাত্রদের পাশের হার ৭১.০৯ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৮১.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৯১ জন ও ছাত্রী ২ হাজার ৬৫৭ জন।

কারিগরি বোর্ডের মোট ২ হাজার ৯০১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে কেন্দ্রের সংখ্যা ছিল ৬৯৯টি।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।