কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসিতে (সমমান) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ

সচিবালয় প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসিতে (সমমান) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ। গতবার পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ ছিল। এ বছর পাসের হার কমেছে ৪ দশমিক ৪২ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৭ জন। গত বছর ৭ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেয়েছিল। এ বছর জিপিএ-৫ কমেছে ২ হাজার ৯১০ জন।

এ বছর এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। গত বছর ছিল ৯৮ হাজার ৫৮১ জন। পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭ হাজার ৬৫৮ জন।

এ বছর পাস করেছে ৮৩ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। গত বছর পাস করেছিল ৮১ হাজার ৯২৮ জন। গত বছরের চেয়ে এ বছর ১ হাজার ৬৭৫ জন বেশি পাস করেছে।