বিনোদন ডেস্ক : আজ (২১ সেপ্টেম্বর) ৩৬ বছর বয়স পূর্ণ করলেন কারিনা কাপুর।
এদিকে ডিসেম্বরে মা হচ্ছেন তিনি। তাই এবারের জন্মদিনটা তার কাছে একটু বিশেষ বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘এবারের জন্মদিনটা আমার জন্য একটু বিশেষ। প্রতিবারের মতো এবারের জন্মদিনটাও পরিবারের সঙ্গে কাটাব। তবে এবার কোনো বিশেষ আয়োজন থাকছে না। প্রচুর পরিমাণে খাবার খাব এবং বিশ্রাম করব।’
মা হওয়ার অভিজ্ঞতা একাই উপভোগ করতে চান কারিনা। তিনি বলেন, ‘এটা আমার জীবনের পথচলা। এর মধ্যে সাইফকে না টেনে বরং একা এটি উপভোগ করতে চাই। সাইফ সেফ সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এ জন্য দিনে আট ঘণ্টা প্রশিক্ষণ নিচ্ছে সে।’
কাজের দিক থেকে কারিনা কাপুরকে পরবর্তীতে দেখা যাবে বীরে ডি ওয়েডিং সিনেমায়। সিনেমায় আরো অভিনয় করবেন সোনম কাপুর এবং স্বারা ভাস্কর।