নিজস্ব প্রতিবেদক : কার্গো পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, ‘এয়ার কার্গো, শিপিং কার্গো পণ্য পরিবহনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তিনটি শর্ত দিয়েছে। তার মধ্যে ইটিডি সংযোগ, ইডিএফ সংযোগ ও ডগ স্কোয়াড রয়েছে। আমরা ইইউর এসব শর্ত পূরণে কাজ করে যাচ্ছি।’
রাশেদ খান মেনন আরো বলেন, ‘জুলাই, সর্বোচ্চ আগস্টের মধ্যে প্রথম দুটি শর্ত পূরণ করা হবে। আর ডগ স্কোয়াড নিশ্চিতকরণের কাজ ইতোমধ্যে চলছে।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কার্গো পণ্য পরিবহনে ইইউর শর্ত আরোপের প্রেক্ষিতে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘ইইউ সোমবার আনুষ্ঠানিকভাবে এসব শর্ত আরোপ করে। তবে তারা কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তারা বলছে, এই তিন শর্ত পূরণে বাংলাদেশ ব্যর্থ হলে তৃতীয় কোনো দেশের মাধ্যমে কার্গো পণ্য পাঠাতে হবে। এজন্য এসকেলিং চার্জ দিতে হবে বাংলাদেশকে।’
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ইটিডি ও ইডিএফ যন্ত্রপাতি কেনা হয়েছে। সেগুলো দেখার জন্য জুনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাবে।’


