
আসছে কার্তিক আরিয়ানের নতুন ছবি। এই ছবিতে কার্তিককে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে।
ধারনা করা হচ্ছে এই ছবিতে কার্তিককের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। গত বছর নেটফ্লিক্সে ‘বুলবুল’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।
শরণ শর্মা পরিচালিত এই ছবিটির শ্যুটিং চলতি বছরের শেষের দিকে শুরু হয়ে যেতে পারে। জানা গিয়েছে খুব শীঘ্রই কার্তিকও ছবিতে তার চরিত্রের জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করবেন।
বর্তমানে ‘ভুল ভুলাইয়া ২’-এর কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন কার্তিক।
অতীতে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ পরিচালনা করেছেন শরণ শর্মা। এ বার কার্তিক এবং তৃপ্তিকে নিয়ে কাজ করে বলিউডে নতুন জুটি উপহার দেওয়ার কথা ভাবছেন তিনি। ‘বুলবুল’ ছাড়াও ২০১৮ সালে ‘লায়লা মজনু’ ছবিতে দেখা গিয়েছে তৃপ্তিকে। তারপরে দীর্ঘ দিন কাজ পাননি তৃপ্তি। ‘বুলবুল’-এ অভিনয়ের পর অবশেষে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে এই অভিনেত্রীর। কার্তিকের সঙ্গে এই ছবি আরও একটু বদলে দিতে পারে তার কর্মজীবনের লেখচিত্র।