অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে।
এদিন সূচকের রেকর্ড ঊর্ধ্বগতি হয়েছে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০০ পয়েন্ট ছাড়িয়েছে। যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। সূচকের এই ঊর্ধ্বগতি চলতে থাকলে আর কিছুদিন পরেই ডিএসই প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাবে। এর আগে গত বছরের ৬ অক্টোবর ডিএসইএক্স ৪ হাজার ৮৩৩ পয়েন্টে উঠেছিল।
এদিকে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ বড় ব্যবধানে কমেছে। এদিন ডিএসইতে ৬৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৭৭ কোটি ৪৮ লাখ টাকা বা ২৮ শতাংশ কম। আগের দিন এ বাজারে ৮০৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৫ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।