
জেলা প্রতিবেদকঃ বৃহস্পতিবার (৭এপ্রিল) রাতে মাদারীপুরের কালকিনিতে একসঙ্গে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন মোয়াজ্জেম সরদার (৪২) ও মোকসেদা বেগম (৩৪) দম্পতি। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি শেষে শুক্রবার দুপুরে ওই এলাকার হাবিব বেপারীর বাড়ির পাশের খাল থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে তাঁরা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
মরদেহ উদ্ধারের খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী মোয়াজ্জেম ও স্ত্রী মোকসেদা বেগম বৃহস্পতিবার রাতে একসঙ্গে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি শেষে শুক্রবার খালের কচুরী পানার ভেতর তাদের দুজনের মরদেহ দেখতে পেয়ে কালকিনি থানায় খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, ‘নিহত মোয়াজ্জেম একটি লুট মামলার সাক্ষী ছিলেন। হয়তো এর জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।’
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘আমরা খবর পেয়ে দুজনের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে হত্যা করা হয়েছে।’