কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় চার রাস্তার মোড়ে রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা লাশটি দেখতে পান। নিহত যুবকের শরীরের উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু হয়েছে।