কালিয়াকৈরে ব্যাটারিচালিত অটোরিকশা মামলার প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টপ স্টার মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। মঙ্গলবার সকাল থেকে তারা টপ স্টার মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া চালকরা অভিযোগ করেন, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও নানা সময় হয়রানির শিকার হতে হচ্ছে। তারা বলেন, “আমরা কষ্ট করে জীবিকা অর্জনের জন্য অটোরিকশা কিনেছি। কিন্তু মামলার মাধ্যমে আমাদের হয়রানি করা হচ্ছে। যদি অটোরিকশা চালানোই না যায়, তাহলে এগুলো তৈরি বন্ধ করা হোক।”

বিক্ষোভ চলাকালে চালকরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি জানান, মামলা দিয়ে হয়রানি বন্ধ না হলে তারা অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টপ স্টার মোড়ের লগোজ গার্মেন্টসের বিপরীতে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা আটকানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে চালকরা সড়ক অবরোধে নামেন।

এ সময় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মোঃ মিজান রহমান ও কালিয়াকৈর উপজেলা আহবায়ক মোঃ আজিজুর রহমান মোঃ আফজাল হোসেন সিনিয়র যুগ্ন আহব্বায়ক মৌচাক ইউনিয়ন মোঃ ইসমাইল হোসেন আহবায়ক,মোঃ সাইজুদ্দিন যুগ্ন আহবায়ক বাংলাদেশ রিক্সা, ভ্যান, অটো চালক দল