
সিরাজগঞ্জ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমিরুল ইসলাম তালুকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আমিরুল ইসলাম তালুকদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মৃত সোলাইমান তালুকদারের ছেলে।
নিহতের আত্মীয় লোকমান হোসেন জানান, গত সোমবার আমিরুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতীতে তার বোন আমেনার বাড়ি বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যায় রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমিরুলসহ দুইজন দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে আমিরুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল ইসলাম মারা যান।