নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় গাড়িচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর। পরনে খয়েরি রংয়ের টিশার্ট এবং ধূসর রংয়ের প্যান্ট রয়েছে।
সালনা হাইওয়ে থানার টিআই কাজী সাইয়েদুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়িচাপায় ওই যুবক নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


