
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় আসিফ মাহমুদ স্বপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্বপন ঢাকার শেওড়াপাড়ার মো. আক্তার হামিদের ছেলে।
কোনাবাড়ী-সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, স্বপন মোটরসাইকেলে টাঙ্গাইল যাচ্ছিলেন। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।