![গাজীপুর](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/09/গাজীপুর.jpg)
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে।
এতে কাভার্ড ভ্যান চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।
রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলার ধোপাচালা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যান চালকের নাম আব্দুল কাদের (৪৫) ও আহত হেলপারের নাম সাজেদুল ইসলাম (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, আব্দুল কাদের কালিয়াকৈরের সফিপুরের করোতোয়া স্পিনিং মিলের কাভার্ড ভ্যান চালায়। মিলের সিরাজগঞ্জের কারখানায় সুতা নামিয়ে দিয়ে কাভার্ড ভ্যান নিয়ে কালিয়াকৈর উপজেলায় ফিরছিলেন। দুপুর আড়াইটার দিকে ধোপাচালা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী সিরাজগঞ্জ (আন্তনগর) ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানটির সংর্ঘষ হয়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফারির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, সংর্ঘষে কাভার্ড ভ্যানের সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এতে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত ও হেলপার সাজেদুল ইসলাম গুরুতর আহত হয়।
পরে পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।