কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে উপজেলা একাডেমীক সুপারভাইজার জিনাত রেহানা’র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর ই এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জহির শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম এ আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ পুরস্কার বিতরণকালে বলেন, দুইদিন ব্যাপী মেলা নানা আয়োজনের মদ্যদিয়ে আজ শেষ হলো। এবারের প্রতিযোগিতায় ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। মেলায় ১৮টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করা হয়েছিল। তরুণদের উদ্ভাবনে পালটে যাবে দেশ। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সূযোগ এই মেলা। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।