
কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ সাংবাদিকদের এ তথ্য জানান। তাদের দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন- উপজেলার দক্ষিণবাগ (মাঝিপাড়া) গ্রামের জাকির হোসেন (৩৫), আলামিন হোসেন (২৫), মামুন মাঝি (২৫) ও আব্দুস সাত্তার মাঝি (২৮)। কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, গত ২৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে মুখোশ পরা ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাত দল উপজেলার দক্ষিণবাগ গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে ঢুকে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও বেশ কিছু মূল্যবান জিনিপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় নুরুল ইসলামে স্ত্রী সাজেদা বেগম এক ডাকাতের মুখোশ টেনে খুলে ফেলে। এ সময় সেই ডাকাত পালিয়ে গেলেও সাজেদা বেগম তাকে চিনে ফেলে। এরপর বুধবার রাতে ডাকাতির মামলা দায়ের হয়। পরে সেই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে দক্ষিণবাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিকভাবে তারা ওই ডাকাতির সঙ্গে এবং অন্য ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তা ছাড়া মামলার অন্য আসামিদের ব্যাপারেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা মামলার অগ্রগতিতে সহায়ক হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।