কালীগঞ্জে পাটের গোডাউনে আগুন,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ধান ও পাটের গোডাউনে বুধবার (১৪ ডিসেম্বর) বিকালের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ধান ও পাট পুড়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানমালিক ফজলু মিয়া(৩৬)।
স্থানীয় চেয়ারম্যান শহিদুল হক শহিদ বলেন, সরোয়ারের থ্রি-পিসে দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।