কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেনু (২৭), ফরিদ হোসেন (৩০), মো. ফরিদ (২৮)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাকসাত্রা গ্রামে।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তারিক হাসান বলেন, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থেকে কাজ শেষে একটি পিকআপে ২২ থেকে ২৫ জন শ্রমিক নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যাচ্ছিলেন। সকাল সোয়া ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাইপাস সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর একজন নিহত হয়। আহত আটজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকার জাতীয় অর্থপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে।


