কালুখালীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে ১৯ বোতল ফেনসিডিলসহ রফিকুল ইসলাম (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রফিকুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তার শয়ন কক্ষের স্টিলের ট্রাঙ্কের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

রফিকুল ইসলাম বোয়ালিয়া ইউনিয়নের একই গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে।

রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভির হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসতবাড়ি থেকে ১৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।