মাহবুব রহমান (ভ্রাম্যমান প্রতিনিধি) : গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুপুরে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)-০২ মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জেলার ফুলবাড়ীয়া পৌর সদরের চান্দের বাজারে পৃথক দুটি গুদাম থেকে সরকারি চাল আটক করা হয়। হতদরিদ্রদ্রের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর বরাদ্দকৃত খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ১০ টাকা কেজির প্রায় ১৫ টন চালসহ কালোবাজারী সোহেলকে আটক করা হয়েছে । এ সময় তার কাছ থেকে চাল বিক্রি করার নগদ সাড়ে পয়ত্রিশ হাজার টাকা ও প্রায় শতাধিক খালিবস্তা উদ্ধার করেছে পুলিশ। তবে কালোবাজারী চক্রের মূলহোতা সাবেক মেম্বার আলতাব হোসেন ও গ্রেফতারকৃত সোহেলের অপর সহযোগী রাজ্জাক কৌশলে পালিয়ে যায় জানান এলাকাবাসী ।এপিবিএন এর সহকারী পুলিশ সুপার রওশন মোস্তফা জানান, হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কালোবাজারী আলতাব হোসেন, তার ছেলে সোহেল অপর সহযোগী রাজ্জাক দীর্ঘ দিন ধরে খাদ্যপণ্যসহ বিভিন্ন দ্রব্যাদি কালোবাজারে ক্রয় বিক্রয় করে আসছে। আজ খবর আসে যে ফুলবাড়ীয়া খাদ্য গুদাম সংলগ্ন এবং চান্দের বাজারে তাদের পৃথক একাধিক গুদামে মজুদ রাখা মালামাল সংরক্ষন বেআইনীভাবে ক্রয় বিক্রয় করা হচ্ছে। ফুলবাড়িয়া থানা পুলিশ ও এপিবিএন যৌথভাবে অভিযান চালায়। এ সময় চান্দের বাজারের গুদাম থেকে কালোবাজারী আলতাব মেম্বারের ছেলে সোহেলকে আটক করা হয়। পরবর্তীতে এ গুদাম থেকে বিক্রয়ের জন্য নহে খাদ্য অধিদপ্তরের সীলমোহরকৃত ৩২৪ বস্তা চাল এবং চাল বিক্রির নগদ সাড়ে পয়ত্রিশ হাজার টাকা ও খাদ্য অধিদপ্তরের সীলমোহলকৃত শতাধিক খালি বস্তা উদ্ধার করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আটককৃত চাল, খালিবস্তা ও উদ্ধারকৃত টাকা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উপযুক্ত আইনে মামলা করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।পরে ফুলবাড়ীয়া থানায় কালো বাজারে খাদ্য ক্রয়বিক্রয়ের অপরাধ জনিত আইনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেন।