ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার নাসিরনগর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ উপস্থিত থাকার কথা রয়েছে।
মন্ত্রী আইজিপি ও র্যাবের মহাপরিচালককে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করবেন। পরে দুপুর ১২ টায় স্থানীয় আশুতুষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত, ফেসবুকে পোস্টের মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালায় একটি গোষ্ঠী।