প্রশিক্ষণ, শৃঙ্খলা, মানবতা এই মূল্যবোধে প্রতিষ্ঠিত কারা প্রশিক্ষণ কেন্দ্র, কাশিমপুর, গাজীপুর প্যারেড গ্রাউন্ডে আজ (২৭ জানুয়ারি ২০২৬) ৬৩ তম ব্যাচ মহিলা কারা লক্ষ্মীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হওয়া দীর্ঘ চার মাসেরও অধিক সময় ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম যথাযথ মর্যাদার সঙ্গে সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, কর্নেল মোঃ তানভীর হোসেন, কর্নেল মেজবাহুল আলম সেলিম, মোঃ জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান, কারা উপ-মহা পরিদর্শক, ঢাকা বিভাগ- ২, কাশেম পুর গাজীপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, গাজীপুর উপ-কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথি। সকাল ১০ ঘটিকায় সম্মানিত প্রধান অতিথির প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণের মাধ্যমে সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হয়।
প্রশিক্ষণার্থীদের রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে প্যারেডের আকর্ষণীয় কার্যক্রম শুরু হয়। নবীন কারারক্ষিগণ সুসজ্জিত বাদক দলের বাদ্যের তালে তালে ধীর ও দ্রুতলয়ে কুচকাওয়াজের মাধ্যমে মাঠ প্রশিক্ষণ এবং শারীরিক সক্ষমতা, মনোবল ও দলগত সমন্বয়ের দক্ষতায় বিভিন্ন শারীরিক কসরত, অস্ত্রবিহীন আত্মরক্ষা কৌশলের চমকপ্রদ পরিবেশনা ফুটিয়ে তোলেন। এই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ডেপুটি জেলার খাদিজা আক্তার লিমা, তার সাথে সহকারী প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মহিলা কারারক্ষী ফাতেমা আক্তার। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ড্রিল, ফায়ারিং, অস্ত্রবিহীন যুদ্ধ, লিখিত পরীক্ষা ও সর্ব বিষয়ে চৌকস এই ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। সর্ব বিষয়ে চৌকস প্রশিক্ষণার্থী হিসাবে নির্বাচিত হন নবীন মহিলা প্রশিক্ষণার্থী মোছাঃ রায়হানা আক্তার সুবর্ণা। পুরষ্কার বিতরণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষকদের সাথে পরিচিত হন এবং সকল নবীন প্রশিক্ষণার্থীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠান সমাপ্তি হয়।
এই বুনিয়াদি প্রশিক্ষণ করেছে মোট ৮৬৬ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী যারা সারা দেশের ১২ টি নির্বাচনীয় কেন্দ্রের ৫৫ হাজার প্রার্থীর মধ্যে হইতে বিভিন্ন প্রতিযোগিতা ও দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রে ৬৮৭ জন এবং কাশেম পুর কারা কমপ্লেক্সে ১৭৯ জন, এই বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে কারা বিভাগের বিভিন্ন কারাগারে তাদের কর্মজীবন শুরু করবেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কারাগারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের একজন দায়িত্বশীল শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সংশোধন কর্মী হিসেবে গড়ে তোলা। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করে কারা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।


