
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীর পদ্ম বিলায় রিয়াজ খান (১৮) নামে এক যুবক ট্রাক চাপায় নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার শিবগাতী-বাথানডাঙ্গা সড়কে মহেশপুর ইউনিয়নের পদ্ম বিলায় রাস্তা অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত রিয়াজ শিবগাতী গ্রামের হিরু খানের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলি নুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।