কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকার পল্লবীতে গ্রেপ্তার হওয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন খানকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তুহিন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

প্রসঙ্গত, সোমবার সকালে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত অভিযোগে তুহিন খানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।