
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। অন্যদিকে অভিনেত্রী হিসেবে বলিউডে নিজেকে অনন্য স্থানে নিয়ে গেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাই নির্মাতা-অভিনেত্রী হিসেবে তাদের বোঝাপড়াটাও দারুণ।
এর আগে হাম দিল দে চুকে সনম, দেবদাস সিনেমা উপহার দিয়েছেন তারা। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বানসালির পরবর্তী সিনেমা পদ্মাবতী’র একটি বিশেষ গানে দেখা যাবে ঐশ্বরিয়াকে। এ জন্য এ অভিনেত্রীর সঙ্গে দেখাও করেছেন তিনি।
কিন্তু গুঞ্জন সত্যি নয় বরং এ অভিনেত্রীকে নিয়ে আরো বড় কিছু চিন্তা করছেন বানসালি। একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সূত্রটি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘সঞ্জয় লীলা বানসালি ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুদের মধ্যে ঐশ্বরিয়াকে একজন মনে করেন। তিনি পদ্মাবতী-তে একসঙ্গে কাজ করার জন্য তার সঙ্গে দেখা করেননি। পদ্মাবতী সিনেমায় তিনটি চরিত্র- রাণী পদ্মাবতী, রাজা রাওয়াল রতন সিং ও আলাউদ্দীন খিলজি। তাদের নানা সমস্যা নিয়েই এ সিনেমার প্লট গড়ে উঠেছে। অদিতি রাই হায়দারি আলাউদ্দিন খিলজির স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এ বাদে সিনেমায় কোনো নারী চরিত্র নেই।’
সূত্রটি আরো জানান, সঞ্জয় লীলা বানসালি ঐশ্বরিয়াকে নিয়ে আরো বড় কিছু ভাবছেন। কাশ্মীরের একটি প্রেম কাহিনি নিয়ে সিনেমা তৈরি করবেন এ নির্মাতা। এতে ঐশ্বরিয়াকে নিয়ে কাজ করতে পারেন তিনি।