আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের আখনুর জেলায় জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের ক্যাম্পে সোমবার সকালে ভারি অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলায় চালালে তিন কর্মকর্তা নিহত হন।
সকাল ৭টার দিকে ভারতীয় এই ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে ক্যাম্পের চারপাশ ঘিরে ফিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণ ও রক্ষাণাবেক্ষণের কাজে নিয়োজিত জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সেস।