কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুজন। রোববার পুঁচ জেলার পুঁচ সেক্টর ও কৃষ্ণ ঘাঁটি এলাকার নিয়ন্ত্রণরেখায় এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই কৃষ্ণ ঘাঁটি এলাকায় নির্বিচারে গোলা ছোঁড়ে পাকিস্তানি সেনারা। এছাড়া পুঁচ সেক্টরেও হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা।

এক সেনা কর্মকর্তা এনিডিটিভিকে বলেছেন, রোববার ভোরে কৃষ্ণ ঘাঁটিতে অনুপ্রবেশ ঠেকাতে গুলিবিনিময়ের সময় এক সেনা নিহত হয়। পুঁচ সেক্টরে আন্তঃসীমান্ত গোলাগুলিতে এক সেনা নিহত এবং দুজন আহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ ভারতীয় সেনারা একই ধরণের অস্ত্র ও গোলা দিয়ে পাক বাহিনীকে সমুচিত জবাব দিচ্ছে। ওই এলাকায় গুলি ও গোলা বিনিময় এখনো চলছে।’

এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় পাকিস্তানের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমাদের চোখের দিকে তাকিয়ে যুদ্ধ করুন। সেখানে আমাদের বিজয়ী দেখতে পাবেন।’