
ফাহিম আহম্মেদ রিয়াদ, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে অভিযান চলিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে ৬ মাসের জেল প্রদান করে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকালে উপজেলার মুরইল বাসস্ট্যান্ডে অবস্থিত ফেরোজা চিকিৎসালয় এন্ড এশা ডেন্টাল কেয়ারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতের কাছে সন্তোষজনক উত্তর দিতে না পারায় ভুয়া ডাক্তার এম এমদাদুল হক মিলন (৪৩) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে কাহালু থানায় প্রেরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান।
গ্রেফতারকৃত এমদাদুল হক মিলন কাহালু উপজেলার ভালতা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র। সে মুরইল বাসস্ট্যান্ডে ফেরোজা চিকিৎসালয় এন্ড এশা ডেন্টাল কেয়ারে দাঁতের ডাক্তার হিসেবে দীর্ঘদিন ধরে জনসাধারণের সাথে প্রতারনা করে আসছিল।