আন্তর্জাতিক ডেস্ক : কিউবায় উচ্চারিত হচ্ছে ‘ভিভা ফিদেল, ভিভা ফিদেল।’ অর্থাৎ ‘ফিদেল অমর, ফিদেল অমর’।
কিউবার বিপ্লবী নেতা ফিদল কাস্ত্রোর মৃত্যুতে রোববার থেকে জাতীয় শোক পালন শুরু হয়েছে। দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। কিউবানদের চোখে জল, প্রিয় নেতাকে হারিয়ে মাতম করছে কিউবা।
স্থানীয় সময় রোববার রাস্তায় শোক র্যালিতে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তারা ফিদেলকে ‘অমর নেতা’ (ভিভা) বলে মাতম করছেন।
শনিবার রাত ১০টা ২৯ মিনিটে রাষ্ট্রীয়ভাবে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, রাষ্ট্রীয় ঘোষণায় তা উল্লেখ করা হয়নি। তবে দীর্ঘদিন তিনি বার্ধক্যজনতি অসুস্থতায় ভুগছিলেন। ৯০ বছরে বয়সে হাভানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নয় দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিন থেকে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সব ধরনের মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার থেকে ফিদেলের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সর্বস্তরের কিউবানরা। এ দিন তার মরদেহ রাখা হবে সান্তিয়াগো ডি কিউবায়। এখান থেকে বিপ্লবী যাত্রা শুরু করেন ফিদেল।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামিতে ফিদেলের মৃত্যুতে উৎসব করছে কিউবা থেকে নির্বাসিত নাগরিকরা। তাদের কাছে ফিদেল একজন স্বৈরশাসক। তার জন্য তারা দেশ ছেড়েছেন। তাদের ধারণা, ফিদেলের মৃত্যুর পর কাঙ্ক্ষিত সরকার ব্যবস্থা গড়ে উঠবে কিউবায়।
বিশ্বনেতারা ফিদেলের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ছিলেন বর্বর স্বৈরশাসক।
১৯৫৯ সালে কিউবায় সরকার গঠন করেন ফিদেল। এরপর আমৃত্যু তিনি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। ২০০৮ সালে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতা ত্যাগ করেন।
স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকা ফিদেলকে কিউবানরা মহানায়কের আসনে বসিয়েছেন। তবে তার সমালোচকরা তাকে স্বৈরশাসক বলে থাকেন।
৪ ডিসেম্বর চিরনিদ্রায় শায়িত করা হবে ফিদেলকে।