কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলে বিধ্বস্ত হয়, এতে ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান। হেলিকপ্টারটি হলগুইন প্রদেশ থেকে গুয়ানতানামো যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান দল গঠন করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।