বিনোদন ডেস্ক : কিছুদিন আগে নরেন্দ্র মোদির ছবি সম্বলিত পোশাক পরে খবরে এসেছিলেন। এবার নিজের স্তন সার্জারি নিয়ে মন্তব্য করে আলোচনায় বলিউডের ‘আইটেম কুইন’ রাখি সাওয়ান্ত।
রাখি সাওয়ান্তের পরবর্তী সিনেমা এক কাহানি জুলি কি। সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ভারতীয় প্রথম সারির একটি পত্রিকায় সাক্ষাৎকার দেন এ অভিনেত্রী। এ সময় তার ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে কথা বলেন তিনি।
রাখি সাওয়ান্ত বলেন, ‘ আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। আমার স্তনের আকার বাড়িয়েছি। এটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বলিউডে যারা প্লাস্টিক সার্জারি করিয়েছেন, তাদের শরীর থেকে যদি প্লাস্টিক সংগ্রহ করা হয়, তবে তা দিয়ে তিনটি ট্রাক বোঝাই হয়ে যাবে। অন্তত আমি এ ব্যাপারে সৎ। কারণ আমি এটি স্বীকার করছি।’
ভারতের আলোচিত শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত এ সিনেমা এক কাহানি জুলি কি। এতে ইন্দ্রাণী মুখার্জির ভূমিকায় অভিনয় করছেন তিনি।
এছাড়া অনন্য মামুনের পরিচালনায় আমি তোমার হতে চাই শিরোনামের একটি বাংলাদেশি সিনেমায় দেখা যাবে তাকে। তবে কোন কেন্দ্রীয় চরিত্রে নয়, একটি আইটেম গানে পারফর্ম করবেন রাখি।