‘কিছু মানুষকে গুলি করায় আনন্দ আছে’

আন্তর্জাতিক ডেস্ক : জেনারেল (অব.) জেমস মাত্তিসকে প্রতিরক্ষামন্ত্রী করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই মাত্তিসই এক সময় বলেছিলেন, ‘কিছু মানুষকে গুলি করায় বেশ আনন্দ আছে।’

ট্রাম্প জেমসকে ডাকেন ‘জেমস পাগলা কুকুর মাত্তিস’ বলে। শনিবার মাত্তিসের সঙ্গে দেড়ঘন্টাব্যাপী বৈঠক করেছেন ট্রাম্প।

ম্যারিন ক্রপস দিয়ে সামরিক বাহিনীর পেশা শুরু করেছিলেন মাত্তিস। ২০০১ সালে আফগানিস্তানে এবং ২০০৩ সালে ইরাক অভিযানে মেরিন ডিভিশনের দায়িত্বে ছিলেন তিনি।

চার তারকার এই জেনারেল ২০০৪ সালে ইরাকের ফাল্লুজায় তার মেরিন সেনাদের ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন। ওই বছর সান দিয়েগোতে সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘ কিছু লোককে গুলি করে মারায় আনন্দ আছে।’ ওই সময় এই মন্তব্যের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন তিনি।

মাত্তিস বলেছিলেন, ‘ আপনি আফগানিস্তানে গেলে সেখানে কিছু লোককে পাবেন যারা পাঁচ বছর ধরে নারীদের চড় মারছে। কারণ তারা বোরকা পরে না। আপনারা জানেন, এ ধরণের লোকের কোনো পুরুষত্ব নাই। তাই এ ধরণের লোককে গুলি করায় বেশ আনন্দ পাওয়া যায়।’